Govt. of West Bengal

Department of Fisheries, Aquaculture,
Aquatic Resources and Fishing Harbour

Fishermen Registration Card

মৎস্য দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার
মৎস্যজীবীদের নিবন্ধ করন প্রক্রিয়া
 

মৎস্যজীবী এবং মৎস্য সংক্রান্ত বিভিন্ন ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত সমস্ত মানুষের তথ্য ভান্ডার সংগ্রহের জন্য মৎস্য দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার,  মৎস্যজীবী নিবন্ধীকরণের এক অভিনব প্রয়াস গ্রহণ করেছে।

কারা কারা আবেদন করতে পারবেন  :-

মৎস্যচাষী, মৎস্য বিক্রেতা খুচরা ও পাইকারী, ও মৎস্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে কর্মরত কোন ব্যক্তি, জাল সারাইকারী, নৌকা এবং ট্রলারের মালিক, নিযুক্ত কর্মী, মৎস্য খুটিতে বা মৎস্য খামারে কর্মরত কোন ব্যক্তি, মৎস্য বা কাঁকড়া শিকারী, কাঁকড়া  প্রক্রিয়ায় যুক্ত কোন ব্যক্তি, মৎস্য বীজ উৎপাদন কেন্দ্রের মালিক ও কর্মচারী।

কীভাবে আবেদন করতে হবে :- 

১. আবেদনপত্র সঠিক ভাবে পূরণ করে রঙিন পাসপোর্ট সাইজ ছবি (সাম্প্রতিক) এবং প্রয়োজনীয় নথি (Documents) সংশ্লিষ্ট মৎস্য সম্প্রসারণ আধিকারীকের নিকট জমা করতে হবে।

২. আবেদনপত্র জমা নেওয়ার সঙ্গে সঙ্গে আবেদনকারী একটি প্রাপ্তিস্বীকার সংক্রান্ত রসিদ (Acknowledgement Slip) পাবেন।

৩. প্রাপ্তিস্বীকার সংক্রান্ত রসিদে (Acknowledgement Slip) উল্লেখ থাকবে, আবেদনকারীকে তথ্য যাচাই বা ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় নথিসহ কবে, কোথায় এবং কখন উপস্থিত হতে হবে।

 আবেদনপত্রের সঙ্গে  কি কি নথি  জমা করতে হবে :-

১. গ্রাম পঞ্চায়েত প্রধান/ সদস্য/ চেয়ারম্যান/কাউন্সিলার-মিউনিসিপ্যালিটি/ কর্পোরেশন দ্বারা প্রদত্ত মৎস্যচাষ সম্পর্কিত কার্যকলাপে জড়িত থাকার বিষয়ে শংসাপত্র

২. আধারকার্ড

৩. ব্যংক পাস বই এর প্রথম পাতার ফটোকপি

৪. তফশিলী জাতি / তফশিলী উপজাতি/ ওবিসি শংসাপত্র

৫. রেকর্ড অফ রাইটস (আর.ও.আর)/ পরচা/ ইজারা সংক্রান্ত চুক্তি পত্র

৬. একটি সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি

 

৪. বিশেষ ভাবে স্মর্তব্য যে :

ক) সমস্ত নিবন্ধীকৃত মৎস্যচাষীরা নিবন্ধীকরণ সংক্রান্ত সংবাদ পাবেন এবং তাদের প্রত্যেককে বিনামূল্যে সচিত্র পরিচয় পত্র (পি.ভি.সি বারকোড কার্ড) প্রদান করা হবে।

খ) সমস্ত নিবন্ধীকৃত মৎস্যচাষীরা মৎস্যজীবী বন্ধু (মৃত্যু জনিত ক্ষতিপূরণ) প্রকল্পের উপভোক্তা হিসাবে বিবেচিত হবেন।

গ) ভবিষ্যতে কেবলমাত্র এই নিবন্ধীকৃত মৎস্যচাষীরাই সমস্ত সরকারী প্রকল্পের সহায়তা পাবার জন্য বিবেচিত হবেন।

Feedback