Govt. of West Bengal

Department of Fisheries, Aquaculture,
Aquatic Resources and Fishing Harbour

Matsyajeebi Bandhu

মৎস্যজীবী বন্ধু (মৃত্যুজনিত ক্ষতিপূরণ) প্রকল্পে কিভাবে আবেদন করতে হবেঃ

মৎস্যজীবী বন্ধু(মৃত্যুজনিত ক্ষতিপূরণ) (Online Portal)


আবেদন করার পদ্ধতিঃ  
১)  মৎস্যজীবী লগ ইন এর মাধ্যমে শুরু করুন। 
২)  মৃত মৎস্যজীবীর রেজিস্ট্রশন কার্ড নম্বর এবং আবেদনকারীর ফোন নম্বর দিন। 
৩)  আবেদনকারীর ফোন নম্বর এ মেসেজ এর মাধ্যমে আসা ওটিপি দিন। 
৪)  আবেদনপত্র সঠিক তথ্য দিয়ে ভর্তি করুন।
৫)  আবেদনকারীর তথ্য ভরার পর আবেদনকারীর স্ব-ঘোষণা এবং অন্যান্য বৈধ 
উত্তরাধিকারীদের কাছ থেকে প্রাপ্ত অনাপত্তি শংসাপত্র আপলোড করুন। 
৬)  সব তথ্য পূরণ করার পর সেভ্‌ করুন এবং সাবমিট করুন। 
৭)  অ্যাপ্লিকেশনের স্টেটাস এ গিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশনের স্টেটাস দেখতে 
পারবেন। 
৮)  পরবর্তী পর্যায়ে Sanction Letter, Payment Letter আপডেট হলে আপনি দেখতে পাবেন 
অথবা ডাউনলোড করতে পারবেন।
 


প্রয়োজনীয় নথিঃ
১)  আবেদনকারীর বিস্তারিত বিবরণ।
২)  মৃত মৎস্যজীবীর পরিচয়পত্রের প্রত্যয়িত অনুলিপি (ভোটার কার্ড/আধার কার্ড/ড্রাইভিং লাইসেন্স/প্যান কার্ড/পাসপোর্ট ইত্যাদি)।
৩)  মৃত মৎস্যজীবীর মৃত্যুর শংসাপত্রের প্রত্যয়িত অনুলিপি। 
৪)  মৃত মৎস্যজীবীর বা নিবন্ধীকরণ কার্ডের প্রত্যয়িত অনুলিপি। 
৫)  আবেদক (গন)-এর স্বঘোষণা পত্র।
৬)  নাবালক আবেদনকারীর ক্ষেত্রে স্বাভাবিক/আইনসঙ্গত অভিভাবক এর ঘোষণাপত্র। 
৭)  দাবিদার(দের) ব্যাঙ্ক পাসবুকের প্রথম পৃষ্ঠা। 
৮)  আবেদনকারীকে আধার কার্ড অবশ্যই আপলোড করতে হবে ও সেইসঙ্গে আবেদনকারীর পরিচয়পত্রের প্রত্যয়িত অনুলিপি আপলোড করতে হবে, (প্যান কার্ড/ভোটার কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি)।

Feedback